WHY CHOOSE US

কিশলয় স্কুলে আমরা গর্বের সাথে আমরা সেই শিক্ষারই প্রচলন করেছি, যা শিশুরা ও তার বাবা-মায়েরা স্বাভাবিকভাবেই নিতে চাইবে। এই অঞ্চলে বা শহরে স্কুল হিসেবে কিশলয় কেন অগ্রগণ্য তাঁর কয়েকটি কারণ-

  • কিশলয় Society Act দ্বারা অনুমোদিত।
  • বিগত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে কিশলয় সমাজে শিক্ষার ঢেউ তুলে যাচ্ছে।
  • মানুষের মতো মানুষ তৈরি করার ক্ষেত্রে, তার মধ্যে জীবনবোধ তৈরি করার ক্ষেত্রে কিশলয় দৃঢ়চেতা।
  • শিশুর দ্বিতীয় ঘর কিশলয়, আর তাকে সঠিক দিশায় পরিচালনা করতে রয়েছে এক বিশ্বাসী ও ব্রতী পরিচালন দল।
  • কিশলয় এক মুক্ত সংস্কৃতির পরিবেশ রাখে, যেখানে সকল শিশুকেই সমান চোখে দেখা হয়, সে তার ধর্মীয় বিশ্বাস, আর্থিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ইত্যাদি যাই হোক না কেন।
  • কিশলয়ের প্রধানাচার্যা কলকাতা থেকে Montessori training প্রাপ্ত। তাঁর দৃঢ় ও দৃপ্ত নেতৃত্বে কিশলয় এগিয়ে চলেছে।
  • কিশলয়ের শিক্ষকেরা যথেষ্ট শিক্ষিত, দৃঢ়চেতা এবং শিশুদের প্রতি দায়িত্বশীল।
  • কিশলয় গর্বিত তার সেই সব প্রাক্তনীদের জন্য, যাঁরা আজ স্ব-স্ব ক্ষেত্রে উচ্চপ্রতিষ্ঠিত দেশে বিদেশে সর্বস্তরে।
  • কিশলয় শহরে সুপ্রতিষ্ঠিত এবং সুনামসম্পন্ন পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। শহরের প্রাণকেন্দ্রে তার অধিষ্ঠান প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী নিয়ে। এক উচ্চ আদর্শে ব্রতী, কিশলয় শহরের বুকে গর্বের সাথে দাঁড়িয়ে আছে।
  • কিশলয় এমন এক জায়গা যেখানে শিশুরা নির্ভয়ে থাকতে পারে, খুব সহজে তারা এখানে আপন হয়ে যেতে পারে, যাতে মায়ের কোল থেকে এসে শিক্ষকের হাত ধরতে তাদের অসুবিধা না হয়।

কিশলয় স্কুল বাকিদের থেকে আলাদা। কিশলয় এগিয়ে চলবে শিশুদের কথা ভেবেই, আর সেই সব শিশুদের বাবা-মায়েদের কথা ভেবে যাঁরা আমাদের বিশ্বাস করে চলেছেন।