MISSION & VISION

এ অনেক দীর্ঘ যাত্রা ছিল, আমাদের চলার পথও মসৃণ ছিল না। কিন্তু আপনাদের সহযোগিতায় আমরা একটু একটু করে অনেক আশা দিয়ে কিশলয়কে গড়ে তুলেছি। আমরা জানি যে আমরা সম্পূর্ণ ত্রুটিহীন বা পরিপূর্ণ নই। এখনো আমাদের অনেক ক্ষেত্রে অনেক কাজ করা এবং লক্ষ্য অর্জন করা বাকি আছে। এর কারণ মূলত আমরা অর্থনৈতিকভাবে এবং ভৌগলিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমরা অনেক ক্ষেত্রে এই মুহূর্তে বিনিয়োগ করতে পারছি না। তা সত্ত্বেও, অনুগ্রহ করে এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন যে আমাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং আমরা সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ ও চেষ্টা করে চলেছি। আপনাদের অবিরত আশীর্বাদ ও সহায়তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি, আমরা একদিন আমাদের বেশিরভাগ লক্ষ্য অর্জন করতে পারবো এবং শিশুদের জন্য একটি সুন্দর ও মনোরম শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারবো আমাদের এই সমাজে।

  • আমরা শিশুদের এক আনন্দময় পরিবেশ গড়ে দিতে চাই, যেখানে তারা হাসতে হাসতে খেলার ছলে শিক্ষা অর্জন করতে পারে।
  • আমরা এমনভাবেই শিশুদের পড়াশোনার পদ্ধতি সাজাতে চাই, যাতে তাদের পড়াশোনার ব্যাপারে আগ্রহ জন্মায়, উৎসাহ বেড়ে ওঠে শিক্ষার প্রতি। এটা তাদের আরও বেশি আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।
  • পরিকাঠামোগতভাবেও আমরা আধুনিক ও পরিণত থাকার কথা ভাবছি। সঠিক সুযোগ সুবিধার যোগান দেওয়ার কথা ভাবা হচ্ছে ছাত্র ও শিক্ষক উভয়কেই।
  • সব শিশুর জন্য সমান শিক্ষাব্যবস্থা দেওয়ার সংকল্পনা আমাদের। তা সে শিশু যে পরিবার থেকেই আসুক না কেন, তাদের অর্থনৈতিক সমস্যা যেন তাদের শিক্ষাগ্রহণের অন্তরায় না হয়ে দাঁড়ায়।
  • আমরা বিশ্বাস করি যে প্রতিটি মানুষের সমান অধিকার আছে উন্নততর শিক্ষা গ্রহণের, তাদের সামর্থ্যের মধ্যে।
  • আমাদের স্কুলটিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রকৃতির সাথে মেলবন্ধন রেখে গড়ে তুলতে চাই। যাতে শিশুরা সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশে বড় হতে পারে।
  • শিক্ষা দানের পুরোনো পদ্ধতিতে সংস্কার করে আধুনিক ও উন্নততর পদ্ধতিতে পড়াশোনার প্রক্রিয়াকে সক্রিয় করার চেষ্টা করতে চাই।
  • আমরা সর্বদা চিন্তা করছি কি করে আমাদের কর্মীদের সঠিক প্রতিদান দেওয়া যায়। আমরা নানান সুযোগ সুবিধার মাধ্যমে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। কারণ আজ তাঁদের জন্যই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
  • আমাদের আরো ইচ্ছা যে আমরা নানান সামাজিক কল্যাণকার্যের সাথে যেন যুক্ত হতে পারি, যাতে আমাদের সমাজের উপকার হয় ও আমাদের শিশুদের মনে যাতে সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়।
  • আমাদের স্বপ্ন ও সাধনা হল কিশলয়কে শিক্ষাগ্রহণের ক্ষেত্রে এক অন্যতম প্রতিষ্ঠান রূপে পরিচিত করা।