Nabanita N.
Teacher
- About Me: আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। তাই সাধারণভাবে থাকতেই বেশি পছন্দ করি। তাছাড়া সবার সাথে মানিয়ে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি যে কোনো কাজকে নিষ্ঠা এবং দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করি।
- My Likes & Hobbies: আমি খেতে ভীষণ পছন্দ করি। আর অবসর সময় বই পড়া, আঁকা আঁকি করা এবং রান্না করে সময় কাটাই এবং গান গাওয়া হলো আমার অন্যতম একটি নেশা।
- My Thoughts about Kishalaya: কিশলয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে এসে নিজেকে তৈরি করা যায়। কিশলয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মীনাক্ষী ঘোষ অর্থাৎ আমাদের সকলের প্রিয় বড় মিস, যিনি আমায় কিশলয় শিশু বিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ করে দিয়েছেন। কিশলয়ে না এলে হয়তো বুঝতে পারতাম না যে সাধারণ জীবনের বাহিরেও আরও একটা অন্য জগত রয়েছে সেই জায়গায় এসে আমি আজ নিজেকে তৈরি করতে পেরেছি। তাই আমার কাম্য কিশলয় আরও দ্রুত গতিতে এগিয়ে যাক।