Sampa B.

Sampa B.

Teacher
  • About Me: আমি একজন শিক্ষিকা। আমি আমার এই পেশাকে যেমন শ্রদ্ধা করি তেমনি সম্মানও করি। বাড়িতে নিজের সন্তানকে পড়িয়েছি কিন্তু কোনদিন ভাবিনি এই পেশার সাথে যুক্ত হওয়ার কথা। একরকম পরিস্থিতি আমাকে এই পেশার সাথে যুক্ত করে দিয়েছে। আমরা জীবনে যা ভাবি তা সবসময় হয় না। আমাদের ভাবনার অলক্ষে একজন আছেন যিনি আগে থেকেই সবকিছু ভেবে রাখেন। আজ আমাকে সবাই ওমুকের স্ত্রী বা মা হিসেবে নয়, একজন শিক্ষিকা হিসেবে চেনে। আজ এটা আমার কাছে একটা বড় পাওনা। তার জন্য আমি খুব আনন্দিত।
  • My Likes & Hobbies: গাবই পড়া ও গান শোনা
  • My Thoughts about Kishalaya: কিশলয় এমন একটা প্রতিষ্ঠান যার সাথে আমি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আগে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও একজন অভিবাবক হিসেবে জড়িত ছিলাম। জীবনের এমন এক সন্ধিক্ষনে আমি এই প্রতিষ্ঠানে পা রেখেছিলাম যখন আমি মানসিকভাবে সম্পূর্ণরুপে বিপর্যস্ত ছিলাম। এই প্রতিষ্ঠানের বড়মিস, শিক্ষিকারা ও ছোট ছোট ছাত্র ছাত্রীদের ভালোবাসায় সেই খারাপ সময়টাকে পেরিয়ে আসতে পেরেছিলাম। বাড়ির দৈনন্দিন জীবনের কাজকর্মের বাহিরেও যে আর একটা সুন্দর জীবন আছে বা থাকতে পারে তা হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। ছোট ছোট শিশুদের কাছ থেকেও জীবনে অনেক কিছু শেখার আছে। দিনের কিছুটা সময় এই ছোট ছোট শিশুদের সাথে কাটিয়ে নিজের মধ্যে যে একটি ভালোলাগা তৈরি হয় তা বলে প্রকাশ করা যায় না।