THANK YOU WORDS

Tapash D.


Teacher


কিশলয়ের সাথে আমি দীর্ঘ কয়েক বছর থেকে যুক্ত। কিশলয়ে এসে আলাদা ভাবে সকলের মাঝে তুলে ধরা। যা আমার কাছে একটি বিশাল বড় পাওনা। তাই কিশলয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ।

Banani S.G.


Teacher


শিক্ষিকা হিসেবে পরিচিত করবার জন্য কিশলয়কে ধন্যবাদ জানাই। এই বিদ্যালয় আমাকে অনেক সমৃদ্ধ করেছে।

Chandrani S.


Teacher


আমার মাতৃত্ববোধের অপূর্ণতা কিশলয় এসে পূরণ হয়েছে।

Piyali P.


Teacher


কিশলয় আমাকে শিক্ষিকা হিসেবে পরিচয় দিয়েছে তার জন্য কিশলয়কে অনেক ধন্যবাদ।

Sampa B.


Teacher


“কিশলয়” আমাকে নিজস্ব একটা পরিচয় দিয়েছে। তার জন্য আমি গর্বিত।

Debjani S.


Teacher


কিশলয়ের সাথে যুক্ত হওয়ার আগে আমি অন্যের পরিচয়ে পরিচিত ছিলাম। এখন আমি নিজের একটি পরিচয় তৈরি করতে পেরেছি। একজন শিক্ষিকা হিসেবে পরিচয় দেওয়ার জন্য কিশলয়কে ধন্যবাদ।

Priyanka S.


Teacher


আমাকে আমার দক্ষতা কাজে লাগানোর সুযোগ করে দেয়ার জন্য কিশলয়ের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমার প্রিয় শিক্ষার্থীদের শিক্ষক হয়ে কাজ করার সুযোগ এবং আমার সহকর্মী শিক্ষক-শিক্ষিকাদের সাথে কাজ করার সুযোগ করে দেয়ার জন্যও আমি কিশলয়ের প্রতি কৃতজ্ঞ।

Amrita K.


Teacher


এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে আবদ্ধ করে তোলার জন্য আমি খুবই আপ্লুত। আর এর একটি অংশীদার হতে পারার জন্য আমি কিশলয় পরিবারের কাছে চিরকৃতজ্ঞ।

Sayantani S.


Teacher


আমি কিশলয়কে ধন্যবাদ জানাতে চাই কারণ এই প্রতিষ্ঠানটি আমাকে মানুষ গড়ার কারিগর তৈরি করেছে। এই প্রতিষ্ঠান আমাকে স্বনির্ভর হতে সাহায্য করেছে। আর এই প্রতিষ্ঠানের জন্যই আমি নিজের পরিচয় গড়ে তুলতে পেরেছি। তাই আবারও এই প্রতিষ্ঠানটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।

Sagarika P.


Teacher


আমাকে শিক্ষকের পরিচয় দেয়ার জন্য কিশলয়কে আমি ধন্যবাদ জানাই।

Bulti S.


Teacher


আমাদের সমাজে আমাকে শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার জন্য কিশলয়কে ধন্যবাদ।

Mitali D.


Teacher


কিশলয়ের সাথে যুক্ত হয়ে নিজের পরিচয় পেয়েছি। আমি কিশলয়ে ঢুকে নিজেকে সমৃদ্ধ করেছি।

Barnali D.


Teacher


কিশলয় আমার জীবনের এমন একটা মুহূর্ত যেখানে আমি নিজের সামান্য প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছি। সংসারের বাঁধা ধরা গন্ডির বাহিরেও যে একটা বৈচিত্রময় জগত আছে সেটা আমি কশলয়ে এসে বুঝতে পেরেছি। তার জন্য সবচাইতে প্রথম ধন্যবাদ রইল বড়মিসকে। তবে এই ধন্যবাদ এখানেই শেষ নয়, যতদিন আমি এই বিদ্যালয়ের সাথে যুক্ত থাকবো এবং বড়মিসের সান্নিধ্যে থাকবো ততো দিন এই “ধন্যবাদ” বা “thank you” শব্দটির ইতি টানতে পারবো না।

Namita D.


Teacher


কিশলয়ে ঢুকে আমার আত্মবিশ্বাস বেড়েছে। শিশুদের খুব ভালোবাসতাম কিন্তু শিশুদের মনের ভাবনাকে বোঝা ও একসাথে এতগুলো শিশুকে পড়ানো, তাদের চিন্তা ভাবনাকে ঠিক মতো বুঝে তাদের সহযোগিতা করতে পেরেছি আজ আমি। আমি বাইরে যখন চলাফেরা করি তখন ছাত্রছাত্রীদের সাথে দেখা হলে তারা যখন আমাকে “মিস” বলে ডাকে তখন নিজেকে গর্বিত বলে মনে হয়। কিশলয় আরও দ্রুত গতিতে এগিয়ে যাক এটাই আমার কাম্য।

Madhumita D.


Teacher


কিশলয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে কিশলয় পরিবারের একজন করে নেবার জন্য। কিশলয়ে এসে আমি আমার হারিয়ে যাওয়া অস্তিত্বকে ফিরে পেয়েছি। কিশলয়ের ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষা দানের মধ্য দিয়ে আমি আত্মতৃপ্তি অনুভব করছি। এখানে অনেক অভিজ্ঞ শিক্ষিকার সান্নিধ্যে এসে আমি গর্বিত। আমি গর্বিত বড় মিস এর মত একজন সবগুণ সম্পন্ন ব্যক্তির কাছে আসতে পারায়। যিনি প্রতি মুহূর্তে সকল প্রকার পরিস্থিতিতে আমাদের চলতে শিখিয়েছেন। তাই আমি ধন্যবাদ জানাই কিশলয় এবং বড় মিসকে, আমায় এই সকল অনুভুতিগুলো অনুভব করার সু্যোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাকে শিক্ষিকা রুপে পরিচয় দেওয়ার জন্য।

Tumpa K.


Teacher


আমার প্রথম পরিচয় আমি এই কিশলয়ের একজন প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে এই স্কুলেরই একজন সহ শিক্ষিকা। তাই ভীষণ গর্বিত বোধ করি। তার কারণ একসময় যেখানে আমি পড়তে আসতাম আজ সেখানেই আমি পড়াতে আসার সুযোগ পেয়েছি। কিশলয় আরো দ্রুত গতিতে এগিয়ে যাক এটাই আমার কাম্য।

Nabanita N.


Teacher


কিশলয়ে এসে নিজেকে নতুন করে গড়ে তুলতে পেরেছি। যা কিশলয় ছাড়া কখনোই সম্ভব ছিল না। কিশলয়ে এসে নিজের আলাদা পরিচয় পেয়েছি। তাই কিশলয়কে অসংখ্য ধন্যবাদ জানাই।

Priya M.


Teacher


কিশলয়ে এসে নিজেকে তৈরি করতে পেরেছি। কিশলয় আরো দ্রুত গতিতে এগিয়ে যাক এটাই আমার কাম্য।

Chumki D.


Teacher


প্রথমেই আমি বলতে চাই কিশলয়কে অসংখ্য ধন্যবাদ। কিশলয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে নিজের যোগ্যতা প্রমাণ করা যায়। আমার স্বপ্ন ছিলো আমি একদিন শিক্ষিকা হবো, আর আমি আজ একজন শিক্ষিকা এবং শুধুমাত্র আজ এই সম্মানটি পেয়েছি শুধুমাত্র বড় মিসের জন্য। তাই বড় মিসকেও অসংখ্য ধন্যবাদ।

Riya P.C.


Teacher


প্রথমেই আমাকে বাছাই করার জন্য এবং কিশলয়ের অংশ করার জন্য বড় মিসকে ধন্যবাদ জানাবো।

Ila K.


Non-Teacher


কিশলয়ে এসে নিজেকে আরও সঠিকভাবে তৈরি করতে পেরেছি।

Mamata S.


Non-Teacher


কিশলয়ে এসে নিজেকে নতুন করে তৈরি করতে পেরেছি।

Bharati P.


Non-Teacher


কিশলয় আমাকে এমনভাবে তৈরি করেছে যেখানে দাঁড়িয়ে আজ আমি “না” বলতে শিখিনি, হারতে শিখিনি।

Sukla S.


Non-Teacher


কিশলয়ে এসে নিজেকে নতুন করে তৈরি করতে পেরেছি। তাই কিশলয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ।

Purobi D.


Non-Teacher


কিশলয়ে এসে নিজেকে অনেকটা তৈরি করতে পেরেছি।
If you would like to THANK Kishalaya for any reason, then please email your Thank You Words at ThankYou@KishalayaSchool.org within 60 words. Email subject line should be "Thank You - ". Don't forget to mention if you are/were a Student/Teacher/Non-Teacher/Guardian. We would be happy to hear from you.