Welcome To
KISHALAYA SCHOOL
এক শহর যেখানে মানুষ আর প্রকৃতি এক হয়ে যায়। যেখানে আপনার সন্তানদের ঘিরে রয়েছে সবুজের অপূর্ব রাজ্য। পাহাড়ের মাঝে নদীর জলের শব্দে, চাষের জমির বিস্তারে এই জায়গা হয়ে উঠেছে অপরূপ। এখানে মন, শরীর ও আত্মা এই তিনের মেলবন্ধন ঘটে অনায়সে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। স্বর্গের টুকরো এই ছোট্ট শহরের নাম মালবাজার, উত্তরবঙ্গের ডুয়ার্সের এক অবিচ্ছেদ্য ও অপূর্ব অংশ। এই অনন্যসুন্দর শহরেই রয়েছে এক আধুনিকমনস্ক স্কুল যা ছোট ছোট চোখের বড় বড় স্বপ্নগুলি পূরণ করতে চায়।
About
KISHALAYA SCHOOL
সমাজে কিছু একটা আলাদা করার স্বপ্ন চোখ নিয়ে এক তরুণী পা রাখলেন মালবাজারে। কবিতা, আবৃত্তি, সঞ্চালনা, নাটক এবং আরও অনেক সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠান এই ধরণের অনেক কিছুর সাথে সে যুক্ত থাকতে ভালবাসতো।
খুব কম বয়সে বিবাহ হয় তাঁর। ছোট্ট সুন্দর শহর মালবাজারে তাঁর আসাটা বিবাহের পর। তিনি চিরকালই চাইতেন স্বাবলম্বী হতে। সমাজকে আলোকিত করে তুলতে, জ্ঞানের সাহায্যে, সংস্কৃতির সাহায্যে। তিনি উপলব্ধি করলেন যে এই কাজ করার সবথেকে সঠিক উপায় হলো শিক্ষাদান। স্বামীকে সে কথা বলতেই তিনিও উৎসাহ দেন তাঁকে, পাশে দাঁড়ান তাঁর এর স্বপ্নকে বাস্তবায়িত করাতে। অবশেষে ১৯৮৭ সালে জন্ম হয় কিশলয় শিশু বিদ্যালয়ের।
Meet with Principal

Mrs. Minakshi Ghosh
Principal