MEET WITH

STAFFS

কিশলয়ের প্রতিটি কর্মীই কিশলয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। কিশলয়ের সাফল্যের অন্যতম চাবিকাঠি হলেন তার শিক্ষকেরা; তাঁদের ছাড়া কিশলয় খ্যাতি ও লক্ষ্যপূরণের শীর্ষে উঠতে পারতো না, আধুমিক মননে ভিন্ন ধাঁচে শিক্ষাদানের স্বপ্ন বাস্তবায়িত করতে পারতো না সমাজের পরবর্তী প্রজন্মকে শিক্ষাদানের মধ্য দিয়ে।

শিক্ষকের দায়িত্বপালন কোনো সহজ কাজ নয়, শিশুদের সামলানো। একজন শিক্ষকের অশেষ ধৈর্য্য, একাগ্রতা, সহৃদয়তা এবং সব থেকে গুরুত্বপূর্ণ শিশুদের প্রতি সহজাত স্নেহবৎসলতা। আমরা মুক্তচিত্তে প্রশংসা করি, আমাদের শিক্ষক ও কর্মীরা প্রতিটি শিশুর প্রতি যত্নশীল। এতগুলি শিশুদের একইসাথে একই সময়ে দেখাশোনা করা ও খেয়াল রাখা মোটেও সহজ কাজ নয়। কিন্তু আমরা জানি যে, আমাদের দৃঢ়চেতা শিক্ষকেরা সর্বদা সবরকমভাবে চেষ্টা করেন আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের যত্ন করতে এবং তাদের দিকে লক্ষ্য রাখতে।

আমাদের শিক্ষকেরা সর্বদা গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিক্ষাদানের ক্ষেত্রে। আমরা চিরকৃতজ্ঞ তাঁদের কাছে, তাদের আমরা ধন্যবাদ জানাই কারণ তাঁরা শিশুদের জীবনকে সঠিক মার্গদর্শনের উদ্দেশ্যে দৃঢ়সংকল্পিত। আমরা অত্যন্ত গর্ব অনুভব করি আমাদের শিক্ষকদের প্রতি এবং সমাজের প্রতি তাঁদের সহৃদয় কর্মের জন্যে। আমাদের কিশলয়ের আদর্শের বাস্তবায়নের অন্যতম কান্ডারী তাঁরাই।

Tapash D.

Teacher

Banani S.G.

Teacher

Chandrani S.

Teacher

Piyali P.

Teacher

Sampa B.

Teacher

Debjani S.

Teacher

Priyanka S.

Teacher

Amrita K.

Teacher

Sagarika P.

Teacher

Bulti S.

Teacher

Mitali D.

Teacher

Nabanita N.

Teacher

Priya M.

Teacher

Riya P.C.

Teacher

Hemoshree

Teacher

Bharati P.

Non-Teacher

Sukla S.

Non-Teacher

Purobi D.

Non-Teacher

Purobi D.

Non-Teacher
  • About Me: ছোট শিশুদের সাথে সময় কাটাতে ভালো লাগে।
  • My Likes & Hobbies: খেতে ভালোবাসি এবং গান শুনতে খুব ভালো লাগে।
  • My Thoughts about Kishalaya: কিশলয় আরও দ্রুত গতিতে এগিয়ে যাক এটাই কাম্য।